বিপদতারিনী পূজা উপলক্ষে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের উপচে পরা ভিড়

সবার মঙ্গলা কামনা এবং বিপদমুক্ত করতেই বিপদতারিনী পূজা করা হয় | পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্তে বহুবছর ধরে এই বিপদতারণী পূজা হয়ে আসছে 

/ Updated: Jul 02 2022, 05:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সবার মঙ্গলা কামনা এবং বিপদমুক্ত করতেই বিপদতারিনী পূজা করা হয় | পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্তে বহুবছর ধরে এই বিপদতারণী পূজা হয়ে আসছে | বিপদতারণী পূজা উপলক্ষে হাজার হাজার ভক্তরা ভিড় করেন অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে | বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরেও হাজার হাজার ভক্তরা ভিড় করেন  | মায়েরা সন্তানদের জন্য উপোস রাখেন সকাল থেকে, এবং পূজোর দেবার পর তারা উপোষ ভঙ্গ করেন | মন্দিরের চারিদিকে করা ব্যবস্থা থাকে পুলিশের | পাশাপাশি বর্ধমান রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিনামূল্যে যদি কোন ভক্তরা অসুস্থ হয়ে পড়েন তাদের শীঘ্রই সেখান থেকে ট্রিটমেন্ট করে যাতে সুস্থ করা যায় সেই দায়িত্ব তারা নিয়ে থাকেন সর্বমঙ্গলা মন্দির চত্বরে।