Dilip Ghosh : 'এক একজন মন্ত্রীর ৩-৪ টা করে গার্লফ্রেন্ড, ৭০ বছর বয়সেও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে'- দিলীপ ঘোষ

'সবার দিন আসছে, পালিয়ে কেউ বাঁচবে না, বিজেপি গতবার যেটা প্র্যাকটিস করেছিল সেটা এবার ম্যাচ খেলবে'। পূর্ব মেদিনীপুরে বিজয়া সন্মেলনীর মঞ্চ থেকে বললেন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, 'এক একজন মন্ত্রীর ৩-৪ টা করে গার্লফ্রেন্ড। ৭০ বছর বয়সেও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। TMC-র ইঞ্চি সাইজের নেতা সেও মোদীকে গালাগাল করে। কংগ্রেসের সাথে লড়াই করেছি, সিপিএম-কে উপড়ে ফেলেছি, আর এরাতো কোথাকার পকেটমার'। 

Share this Video

'সবার দিন আসছে, পালিয়ে কেউ বাঁচবে না, বিজেপি গতবার যেটা প্র্যাকটিস করেছিল সেটা এবার ম্যাচ খেলবে'। পূর্ব মেদিনীপুরে বিজয়া সন্মেলনীর মঞ্চ থেকে বললেন দিলীপ ঘোষ। দিলীপ বলেন, 'এক একজন মন্ত্রীর ৩-৪ টা করে গার্লফ্রেন্ড। ৭০ বছর বয়সেও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। TMC-র ইঞ্চি সাইজের নেতা সেও মোদীকে গালাগাল করে। কংগ্রেসের সাথে লড়াই করেছি, সিপিএম-কে উপড়ে ফেলেছি, আর এরাতো কোথাকার পকেটমার'। 

Related Video