আবারও মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি অপবাদে এক গর্ভবতী মহিলাকে গ্রামছাড়া, সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় বাঁচলো প্রাণ

ডুয়ার্সের চা বলয়ে কুসংস্কার আজও জাঁকিয়ে বসে আছে, তার জলন্ত উদাহরন পাওয়া গেল, ডাইনি অপবাদে এক মহিলাকে গ্রামছাড়া করল এক গুনিন , সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় প্রানে বাঁচলো এক মহিলা 
 

Share this Video

ভগতপুর চাবাগানের এক গর্ভবতী মহিলা বারে বারে অসুস্থ হয়ে যাচ্ছিল | ডাক্তার দেখিয়ে নানারকম ঔষধ খেয়েও অসুখ সারছে না | এরপরই খয়েরবাড়ি থেকে এক ওঝাকে ডেকে আনে ওই মহিলার স্বামী | এরপর ঐ মহিলাকে গ্রাম ছাড়া করার নিদান দেয় ওঝা | প্রান ভয়ে চা বাগানেরই কাছে থাকা এক সিভিক পুলিসের বাড়িতে আশ্রয় নেয় | পরে পুলিশ মহিলাকে উদ্ধার করে ওই ওঝাকে গ্রেফতার করে | 

Related Video