বিলুপ্ত হতে থাকা গন্ধ গোকুল উদ্ধার নরেন্দ্রপুরে

ক্রমশ বিলুপ্ত হতে থাকা গন্ধ গোকুল উদ্ধার নরেন্দ্রপুর ষ্টেশন লাগোয়া বিবেকানন্দ নগরে| ক্রমশ কমতে কমতে ভারতে গন্ধ গোকুল এর হার এখন কুড়ি শতাংশ 

/ Updated: Jun 26 2022, 03:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্রমশ বিলুপ্ত হতে থাকা গন্ধ গোকুল উদ্ধার নরেন্দ্রপুর ষ্টেশন লাগোয়া বিবেকানন্দ নগরে| ক্রমশ কমতে কমতে ভারতে গন্ধ গোকুল এর হার এখন কুড়ি শতাংশ শনিবার বিকেলে রাস্তার পাশে  একে পড়ে থাকতে দেখে স্থানীয়রা | শুভ্র সরকার  তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে | প্রাণীটির শরীরের পেছনের দুই পা কোমর কাজ করছে না বলে জানা গিয়েছে | আজ সকালে বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায়