টোটোর ছাদেই মিনি গার্ডেন, পরিবেশ বাঁচানোর শপথ মহিষাদলের হারাধনের


দূষণ রুখতে অভিনব উদ্যোগ মহিষাদলের টোটো চালকের। নিজের গাড়ির ছাদেই বানালেন বাগান।

/ Updated: Oct 23 2019, 07:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্রমেই বেড়ে চলেছে। রাজ্য সরকার পদক্ষেপ নিলেও প্রয়োজন জনগণের সচেতনতা। আর সচেতন নাগরিক হিসাহে নজির গড়লেন মহিষাদলের টোটোচালক হারাধন অধিকারী। দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে নিজের টোটোর মাথাতেই গাছ লাগিয়েছেন হারাধনবাবু। বাড়িতে বাগান করার সেরকম জায়গা নেই। তাই নিজের বাহনের উপরেই সেই শখ পূরণ করেছেন। নিয়মিত পরিচর্যাও করেন চারা গাছগুলির। ১৭ বছর ধরে গাড়ি চালাচ্ছেন হারাধন অধিকীর। বাস , ট্রাক চালিয়েছেন। আড়াইবছর আগে কেনেন এই টোটোটি।  হারাধনবাবুর এই উদ্যোগকে কুর্নিশ  জানাচ্ছেন যাত্রী থেকে শুরু করে মহিষাদালের পুলিশকর্তারাও।