বিলুপ্তপ্রায় ক্যামেলিয়ান উদ্ধার সিমলাপালে, তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে

সিমলাপাল ব্লকের মইধরা গ্রামে এই বিলুপ্তপ্রায় ক্যামেলিয়ান টি উদ্ধার করা হয়, মইধরা গ্রাম থেকে ক্যামেলিয়ান টিকে উদ্ধার করে সিমলাপাল থানায় নিয়ে আসা হয় |

Share this Video

সিমলাপাল ব্লকের মইধরা গ্রামে এই বিলুপ্তপ্রায় ক্যামেলিয়ান টি উদ্ধার করা হয় | মইধরা গ্রাম থেকে ক্যামেলিয়ান টিকে উদ্ধার করে সিমলাপাল থানায় নিয়ে আসা হয় | সিমলাপাল থানার পুলিশ কর্মীদের পক্ষ থেকে সিমলাপাল বনদপ্তরে খবর দেওয়া হয় | বনদপ্তরের কর্মীরা থানায় উপস্থিত হয়ে ক্যামেলিয়ান টিকে নিজেদের দায়িত্বে নেয়। বনদপ্তর সূত্রে জানা যায় ক্যামেলিয়ান টিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

Related Video