Adhir Chowdhury: কংগ্রেস নেতা হিরু হালদারকে দেখতে হাসপাতালে অধীর চৌধুরী
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কংগ্রেস নেতা হিরু হালদার। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা যায়। কংগ্রেস এসসি,এসটি মোর্চার জেলা সভাপতি হিরু হালদার। ঘটনার দিন তাঁর সঙ্গে আক্রান্ত হন আরও ২ কংগ্রেস কর্মী।
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কংগ্রেস নেতা হিরু হালদার। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা যায়। কংগ্রেস এসসি,এসটি মোর্চার জেলা সভাপতি হিরু হালদার। ঘটনার দিন তাঁর সঙ্গে আক্রান্ত হন আরও ২ কংগ্রেস কর্মী। তাঁরাও হিরু হালদারের সঙ্গেই ছিলেন। তাঁর উপর হামলায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন,'এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তৃণমূল যুক্ত নয় কংগ্রেসের ওই নেতার ওপর তার পূর্বের কোন শত্রুর আক্রমণ করেছে।' সবমিলিয়ে জেলার সদর শহর জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ইতিমধ্যেই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের ৪ জনকে আদালতেও তোলা হয়। হিরু হালদারকে দেখতেই হাসপাতালে যান অধীর চৌধুরী।