তপন দত্ত খুনের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ

দীর্ঘ ১১ বছর ধরে স্বামীর জন্য ন্য়ায় বিচারের দাবিতে লড়াই করছিলেন স্ত্রী। অবশেষে বৃহস্পতিবার তাতে সিলমহর পড়ল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। যা শুনে  প্রায়ত তপন দত্তর স্ত্রীর দাবি, 'এবার মনে হচ্ছে অপরাধীরা শাস্তি পাবে।' তিনি আরও বলেন এতদিনে তাঁর মনে হচ্ছে প্রশাসনের গালে তিনি সপাটে চড় মারতে পেরেছেন। 

Share this Video

প্রতিমা দত্তের কথায় - মামলাকারী হিসেবে তিনি পুলিশের ভয় কার্যত গৃহবন্দি হয়ে দিন কাটিয়েছেন। একই হাল তাঁর মেয়ের। কিন্তু সেখানে অভিযুক্তরা রীতিমত দাপিয়ে বেড়িয়েছে। তবে সিবিআই তদন্তের নির্দেশে খুশী প্রতিমা দত্ত। তিনি বলেন সিআইডি তদন্তে ও রাজ্য পুলিশের ওপর তাঁর আস্থা নেই। কিন্তু সিবিআই তদন্তে তাঁর আস্থা রয়েছে। স্বামীর ন্যায় বিচার পেতে দেরি হবে। কিন্তু তার জন্য তিনি অপেক্ষা করবেন বলেও জানিয়েছেন। 

Related Video