প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ যোগদান করেন কংগ্রেসে, বাজি ফাটিয়ে উল্লাসে মাতলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা

ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর ও প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগদান করাতে কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বাজি পাঠিয়ে উচ্ছাসে মেতে উঠলো

Share this Video

প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ যোগদান করেন কংগ্রেসে | ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি | কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তিনি | এই খবরে ইসলামপুর কংগ্রেস দলীয় কার্যালয়ে উল্লাসে মাতেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা | আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ইসলামপুরের ব্লক কংগ্রেসের সভাপতি সাদিকুল ইসলাম

Related Video