১৫ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন আবহাওয়ার নিয়ে সাংবাদিক সম্মেলন করেন, তিনি বলেন জুনের পর জুলাইতেও বৃষ্টির পরিমাণ অনেক কম হয়েছে 

/ Updated: Jul 12 2022, 10:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন আবহাওয়ার নিয়ে সাংবাদিক সম্মেলন করেন | তিনি বলেন জুনের পর জুলাইতেও বৃষ্টির পরিমাণ অনেক কম হয়েছে | আগামি পাঁচ দিন খুব কম বৃষ্টি হবে | ১৪ জুলাই উপকুলবর্তী জেলায় বৃষ্টি তুলনামূলক বাড়বে | উত্তরবঙ্গে আগামি ৭২ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে | দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই থাকবে কিন্তু অস্বস্তি বাড়বে | ধান ও পাটের ফলনে ব্যাপক সমস্যা হবে জলের অভাবে | ১৫ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে বায়ুর গতিবেগ বাড়ার জন্য