করোনার বাধা কাটিয়ে আবারও খুলতে চলেছে কলকাতা চিড়িয়াখানা

  • পুনরায় খুলতে চলেছে কলকাতা চিড়িয়াখানা
  • সেই সঙ্গেই খুলে যাবে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা
  • সল্টলেকের অরণ্য ভবনে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান এই কথা
  • শুক্রবার সাংবাদিক সম্মেলন এই কথা জানান তিনি

Share this Video

করোনার জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে কলকাতার প্রায় সব দ্রষ্টব্য স্থান। এবার তারই মধ্যে একটি দ্রষ্টব্য স্থান পুনরায় খুলতে চলেছে দর্শনার্থীদের জন্য। ২৩ সেপ্টেম্বর থেকে খুলতে চলেছে কলকাতা সহ রাজ্যের সমস্ত চিড়িয়াখানা। একই সঙ্গে খুলে দেওয়া হবে বনদপ্তর -এর আওতায় থাকা সমস্ত জঙ্গল ও সাফারি পার্ক। সল্টলেকের অরণ্য ভবনে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সামনেই পুজো এবং আর তার পরেই ছুটির মরসুম রয়েছে। ভ্রমণপিপাসু বাঙালির কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্রী।

Related Video