পণের দাবিতে অত্যাচার, বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- ৫ বছর প্রেমের পর বিয়ে মমতা ও পরিমলের
- বিয়ের পর থেকেই পণের জন্য চাপ সৃষ্টির অভিযোগ
- বিষ মেশিয়ে তাঁকে খাওয়ানোরও চেষ্টা হয় বলে অভিযোগ
- পুলিশে এই নিয়ে অভিযোগও দায়ের করেন মমতা
৫ বছর প্রেমের পর বিয়ে মমতা ও পরিমলের। বিয়ের পর থেকেই পণের জন্য চাপ সৃষ্টির অভিযোগ। রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার ঘটনা। ৫ লক্ষ টাকা পণের দাবি করে পরিমল শিকদারে। পেশায় সিভিক ভলেন্টিয়ার পরিমল। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয়। বিষ মেশিয়ে তাঁকে খাওয়ানোরও চেষ্টা হয় বলে অভিযোগ। পুলিশে এই নিয়ে অভিযোগও দায়ের করেন মমতা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।