Crime: যুবককে বেধড়ক মারধর, ফের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে
আবারও সিভিক ভলেন্টিয়ারের হাতে আক্রান্ত হল বেহালার এক যুবক ও যুবতী। বেহালার গোপাল মিস্র রোডে অনীশ সাহা তার এক আত্মীয় রিম্পা চক্রবর্তী কে নিয়ে ডায়মন্ড হারবার স্টেশন রোডে তাদের বিয়ে বাড়ি উপলক্ষে একটি দোকানে কেনাকাটি করতে যায়।
আবারও সিভিক ভলেন্টিয়ারের হাতে আক্রান্ত হল বেহালার এক যুবক ও যুবতী। বেহালার গোপাল মিস্র রোডে অনীশ সাহা তার এক আত্মীয় রিম্পা চক্রবর্তী কে নিয়ে ডায়মন্ড হারবার স্টেশন রোডে তাদের বিয়ে বাড়ি উপলক্ষে একটি দোকানে কেনাকাটি করতে যায়। দোকানের সামনেই তার বাইকটি রাখা ছিল কেনাকাটি করে বেরোনোর সময় এক সিভিক ভলেন্টিয়ার তাদের বলে যে আপনি এখানে গাড়িটা রেখেছেন কেনো। তখন ঐ যুবক বলে আমি গাড়িটা সরিয়ে নিচ্ছি এরপর সিভিক ভলেন্টিয়ার এর সাথে ওই যুবকের বচসা শুরু হয়। অনিক সাহা ও রিম্পা চক্রবর্তীর অভিযোগ কথা বচসা হওয়ার সময় হঠাৎ করেই সাত থেকে আট জন মহিলা ও পুরুষ সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে এসে জড়ো হয়। ওই যুবক ও যুবতীর কোনো কথা না শুনে রীতিমতো সিভিক ভলেন্টিয়ারা তাদের টানতে টানতে নিয়ে যায় ট্রাফিক গার্ডের অফিসে এবং সেখানে গিয়ে দরজা বন্ধ করে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কোনরকমে তারা সেখান থেকে পালিয়ে গিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় এবং তারপর ডায়মন্ডহারবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে যায়। কিন্তু তাদের এও অভিযোগ যে ডায়মন্ড হারবার থানায় যাওয়ার পর তাদের তিন ঘণ্টা ধরে থানায় বসিয়ে রাখার পরও তাদের কোনো অভিযোগ নেয়া হয়নি। শেষে তারা বেহালার বাড়িতে ফিরে আসে এবং আজ তারা দক্ষিণ 24 পরগনা এসপি অফিসে অভিযোগ দায়ের করতে যাচ্ছেন।