কোচিং সেন্টার দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, পুলিশ আসতেই পলাতক মূল অভিযুক্ত

আগরপাড়া উষুমপুর বটতলায় ডক্টর সম্মথ ঘোষ গরিব মানুষদের চিকিৎসার জন্য ঘর বানিয়েছিলেন,তার মৃত্যুর পর তার সেই ঘরে তারই সহকর্মী বন্ধু শম্ভু ঘোষ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়াতেন। পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ  যুব তৃণমূল নেতা দেবাশীষ লোধ দলবল নিয়ে গিয়ে পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সেই কোচিং সেন্টার ঘর দখল করতে যায় 

/ Updated: Jun 07 2022, 06:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগরপাড়া উষুমপুর বটতলায় ডক্টর সম্মথ ঘোষ গরিব মানুষদের চিকিৎসার জন্য ঘর বানিয়েছিলেন,তার মৃত্যুর পর তার সেই ঘরে তারই সহকর্মী বন্ধু শম্ভু ঘোষ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়াতেন। পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ  যুব তৃণমূল নেতা দেবাশীষ লোধ দলবল নিয়ে গিয়ে পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সেই কোচিং সেন্টার ঘর দখল করতে যায় এবং কোচিং সেন্টার এর ভেতর থেকে সবাইকে বার করে দিয়ে ঘরের উপরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ঝুলিয়ে দিয়ে গেটে তালা দিয়ে দখল করে,দখলদারি তে বাধা দিতে আসলে স্থানীয় এক বৃদ্ধ ব্যবসায়ীকে মারধর করে কাউন্সিলরের ঘনিষ্ঠ নেতা,এই খবর পেয়ে ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্যামলী দেব রায় ঘটনাস্থলে আসে এবং ঘোলা থানার পুলিশকে খবর দেন, ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে, তারপর পুলিশ কে সঙ্গে করে নিয়ে কাউন্সিলর শ্যামলী দেব রায় গেটের তালা খুলে তৃণমূলের দলীয় পতাকা খুলে দিয়ে দখলমুক্ত করে সেই ঘর এবং পুনরায় কোচিং সেন্টারে ফিরিয়ে দেয়,এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে পাশাপাশি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শ্যামলী দেব রায় জানান কোনরকম অন্যায় কাজ কে প্রশ্রয় দেওয়া হবে না তার ওয়ার্ড এলাকায়,এই ঘটনা সম্পূর্ণ স্বীকার করে নিয়েছে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব,ঘটনার পর থেকে ঘটনায় জড়িত কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ দেবাশীষ লোধ পলাতক,তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ।