মমতা-গুরুং-এর হাতধরাধরি, ক্ষিপ্ত অমিতাভ-র বাবা-র কড়া প্রশ্ন মুখ্যমন্ত্রীকে

  • এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় চমক
  • যা পুজোর মধ্যে বাংলার মানুষকে দিয়েছেন মমতা
  • আর সেই চমক হল বিমল গুরু-এর হাত মেলানো
  • তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন বিমল গুরুং

/ Updated: Oct 23 2020, 05:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০১৭ সালে অক্টোবর মাসে অমিতাভ মল্লিক গুরুং বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিক পরিবারকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরমধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিল বিমল গুরুং-এর গ্রেফতারি এবং তার কড়া সাজা। এমনকী বিমল গুরুং-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও লাগু করা হয়েছিল। এরপর থেকে বিমল গুরুং-এর অডিও ভাইরাল হলেও বঙ্গের বুকে তার দেখা মেলেনি। মাঝেসাজে কেন্দ্রে বিজেপি সরকারের বিভিন্ন নেতা-মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ-এর সময় তাকে দিল্লিতে দেখা গিয়েছিল। এরপরও পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি বিমল-এর খোঁজ পায়নি। তিন বছটর ধরে পুলিশের খাতায় ফেরার আসামী-র নাম বিমল গুরুং। অথচ, সেই বিমল গুরুং বাংলাচর বুকে খোদ প্রকাশ্যে এলেন তিন বছর পরে। আর প্রকাশ্যে আসতেই হাত ধরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের। বিমল গুরুং-এর দাবি, পাহাড়কে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রেখেছেন মমতা। এই যদি হবে, তাহলে অমিতাভ-কে মরতে হল কেন, কেন মল্লিক পরিবারকে সন্তান হারা হতে হল। এমনই সব প্রশ্ন এখন উঠে আসছে। খোদ মল্লিক পরিবারও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর জবাব চাইছে।