মমতা-গুরুং-এর হাতধরাধরি, ক্ষিপ্ত অমিতাভ-র বাবা-র কড়া প্রশ্ন মুখ্যমন্ত্রীকে

  • এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় চমক
  • যা পুজোর মধ্যে বাংলার মানুষকে দিয়েছেন মমতা
  • আর সেই চমক হল বিমল গুরু-এর হাত মেলানো
  • তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন বিমল গুরুং

Share this Video

২০১৭ সালে অক্টোবর মাসে অমিতাভ মল্লিক গুরুং বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিক পরিবারকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরমধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিল বিমল গুরুং-এর গ্রেফতারি এবং তার কড়া সাজা। এমনকী বিমল গুরুং-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও লাগু করা হয়েছিল। এরপর থেকে বিমল গুরুং-এর অডিও ভাইরাল হলেও বঙ্গের বুকে তার দেখা মেলেনি। মাঝেসাজে কেন্দ্রে বিজেপি সরকারের বিভিন্ন নেতা-মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ-এর সময় তাকে দিল্লিতে দেখা গিয়েছিল। এরপরও পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি বিমল-এর খোঁজ পায়নি। তিন বছটর ধরে পুলিশের খাতায় ফেরার আসামী-র নাম বিমল গুরুং। অথচ, সেই বিমল গুরুং বাংলাচর বুকে খোদ প্রকাশ্যে এলেন তিন বছর পরে। আর প্রকাশ্যে আসতেই হাত ধরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের। বিমল গুরুং-এর দাবি, পাহাড়কে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রেখেছেন মমতা। এই যদি হবে, তাহলে অমিতাভ-কে মরতে হল কেন, কেন মল্লিক পরিবারকে সন্তান হারা হতে হল। এমনই সব প্রশ্ন এখন উঠে আসছে। খোদ মল্লিক পরিবারও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর জবাব চাইছে।

Related Video