Arjun Singh: একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন অর্জুন সিং

মঙ্গলবার দুপুর তৃণমূলের দুই গষ্ঠী কোন্দল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের গাঁড়া গ্রামে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই সংঘর্ষ বলে অভিযোগ উঠেছে সেখানে।

Share this Video

মঙ্গলবার দুপুর তৃণমূলের দুই গষ্ঠী কোন্দল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের গাঁড়া গ্রামে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই সংঘর্ষ বলে অভিযোগ উঠেছে সেখানে। সেখানে দিনে দুপুরে এই ঘটনার তীব্র নিন্দা করতে শোনা গিয়েছে অনেককেই। সেই ঘটনা তুলেই তৃণমূলকে কটাক্ষ অর্জুন সিং-এর। এছাড়াও রাজ্যে চাকরি নেই তেমনই বলতে শোনা গেল তাঁকে। রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক নেই অথচ শিক্ষক নেওয়া হচ্ছে না বলে দাবি অর্জুন সিং-এর। সেই সঙ্গেই গুলি চালানোর প্রসঙ্গে তিনি বলেন, ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া হবে, গুলিতো চলবেই। বোম চলবে খুন হবে, মিডিয়া পৌঁছে যাচ্ছে অথচ পুলিশ পৌঁছাচ্ছে না, প্রশাসন কোথায়? এই লড়াইটা মূলত ৫০০০০ ও ৫০০০-এর লড়াই একজন বেশি টাকা লুটেপুটে খাচ্ছে একজন কম টাকা লুটেপুটে খাচ্ছে।

Related Video