এবার অর্পিতার বেলঘড়িয়ার আবাসনে হানা ইডির, দুটি ফ্ল্যাটেই তল্লাশি

আগেই পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছিল , এবার  অর্পিতার বেলঘড়িয়ার রথ তলায় অভিজাত আবাসনে ইডি হানা দেয় |

/ Updated: Jul 27 2022, 01:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগেই পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছিল | ম্যারাথন জেরার পর গ্রেফতার হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় | এবার  অর্পিতার বেলঘড়িয়ার রথ তলায় অভিজাত আবাসনে ইডি হানা দেয় | ওই আবাসনে অর্পিতার দুটি ফ্ল্যাটে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে | ১২ জনের সদস্য , চারটে গাড়ি ও কেন্দ্রীয় বাহিনি নিয়ে ইডি হানা দেয় অর্পিতার ফ্ল্যাটে