"দম থাকলে আমায় গ্রেফতার করো "- দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে কিছু মন্তব্যের জন্য দিলীপ ঘোষের গ্রেফতারীর দাবি করে তৃণমূল | আজ রাজভবনে তৃণমূলের প্রতিনিধিরা যায়  দিলীপ ঘোষের গ্রেফতারীর দাবি জানাতে | এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিক দের মুখোমুখি হয়ে  কলকাতা বিমানবন্দরে কিছু মন্তব্য করেন 

/ Updated: Jul 07 2022, 08:59 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে কিছু মন্তব্যের জন্য দিলীপ ঘোষের গ্রেফতারীর দাবি করে তৃণমূল| আজ রাজভবনে তৃণমূলের প্রতিনিধিরা যায়  দিলীপ ঘোষের গ্রেফতারীর দাবি জানাতে | এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিক দের মুখোমুখি হয়ে  কলকাতা বিমানবন্দরে কিছু মন্তব্য করেন  | 'কার পয়সা নিয়েছে সিন্ডিকেট চালিয়েছি কাঠমানি চালিয়েছে খুন করেছি যে আমার বিরুদ্ধে এফআইআর'  -দিলীপ ঘোষ | 'যারা এসব করে তাদের বিরুদ্ধে এফআইআর নেয় না পুলিশ' -দিলীপ ঘোষ | "মমতা ব্যানার্জির যা যা উল্টাপাল্টা বলে সেটা বলেছি, আমি তো নাটক করিনি " -দিলীপ ঘোষ | 'যে গভর্নর কে ন্যাকা বলে বাকা বলে তার পায়ে পড়তে গেছে নির্লজ্জর দল বেহায়ার দল' -দিলীপ ঘোষ | 'দরকার হলে চৌরাস্তায় দাঁড়িয়ে বলব এখানে ভবানীপুরে গিয়ে বলবো চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলব মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো' -দিলীপ | 'কর এরেস্ট আমাকে দম থাকলে তাহলে দেখবে বিজেপি কি জিনিস' -দিলীপ