মমতার উত্তরবঙ্গের সভায় অসুস্থ এক, তৎপর মুখ্যমন্ত্রী এগিয়ে দিলেন জলের বোতল


উত্তরবঙ্গের জনসভায় একজন অসুস্থ হয়ে পড়লে রীতিমত তৎপর হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ ব্যক্তির সেবার জন্য মঞ্চের ওপর থেকেই জলের বোতল ছুঁড়ে দেন মমতা। সেই ব্যক্তির চোখে মুখে জল দিতে বলেন

Share this Video

উত্তরবঙ্গের জনসভায় একজন অসুস্থ হয়ে পড়লে রীতিমত তৎপর হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ ব্যক্তির সেবার জন্য মঞ্চের ওপর থেকেই জলের বোতল ছুঁড়ে দেন মমতা। সেই ব্যক্তির চোখে মুখে জল দিতে বলেন। একই সঙ্গে জল পান করাতেও নির্দেশ দেন। অসুস্থ ব্যক্তির জন্য চিকিৎসার ব্যবস্থাও করতে বলেন মমতা। তারপরই তিনি সভা শেষ করে দেন। তিনি বলেন প্রবল গরমের কারণেই এই অসুস্থতা। উত্তরবঙ্গে এলাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের শাসনকালে। কিন্তু আগের সরকার অর্থাৎ বাম সরকার এই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কোনও কাজ করেনি বলেও অভিযোগ। আগে এই এলাকাকে কোনও মানুষ চিনত না। এখন উত্তরবঙ্গকে অনেকেই চেনেন। আর প্রচুর মানুষ ভ্রমণের জন্য আসেন। মমতার কথায় আগে পর্যটন বেশ কিছু এলাকাতেই সীমাবদ্ধ ছিল- কিন্তু এখন তার ব্যপকতা অনেক বেড়েছে। 

Related Video