হুগলিতে ব্যাটারি চালিত অ্যাম্বুল্যান্স, এক নজরে দেখে নিন ভিডিও

  • হুগলিতে চলছে ব্যাটারি চালিত অ্যাম্বুল্যান্স
  • ই -রিকশা নির্মাণকারী সংস্থা হুগলি মোটরস তৈরি করছে এই অ্যাম্বুল্যান্স
  • হুগলি জেলার প্রশাসক সুরেশ মিশ্র নির্দেশেই তৈরি এই অ্যাম্বুল্যান্স
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

Share this Video

হুগলি শহরে এল ব্যাটারি চালিত অ্যাম্বুল্যান্স। হুগলির বিখ্যাত ই -রিকশা নির্মাণকারী সংস্থা হুগলি মোটরস এই ব্যাটারি চালিত অ্যাম্বুল্যান্স তৈরি করছে। এই অ্যাম্বুল্যান্স পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি এতে পেট্রোল বা ডিজেল একেবারেই লাগবে না। চাপদানীর পুর-প্রশাসক সুরেশ মিশ্রর উদ্যোগেই এই অম্বুল্যান্স তৈরি হয়েছে। বহুদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল প্রয়াত পিতা সাধু মিশ্রর নামে একটি অ্যাম্বুলেন্স উৎসর্গ করবেন নগরবাসীর উদ্দেশে। যা চলবে লোকালয়ে । তিনি জানান এই অ্যাম্বুলেন্স চাপদানী নগরবাসীদের প্রয়োজনে ব্যবহার করা হবে। সম্পূর্ণ নিখরচায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। মূলত চাপদানী থেকে আশপাশে চন্দননগর, চুচূড়া বা শ্রীরামপুর হাসপাতালে মুমূর্ষ রুগীকে নিখরচায় পৌঁছে দেওয়া হবে। 

Related Video