সুন্দরবনকে বাঁচাতে এক হাজার গাছ লাগালেন বিডিও বিধায়করা

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক এর দুলদুলির কালিন্দী নদীর পারে প্রায় এক কিলোমিটার জুড়ে এক হাজার  বৃক্ষরোপণ করা হয় 

Share this Video

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক এর দুলদুলির কালিন্দী নদীর পারে প্রায় এক কিলোমিটার জুড়ে এক হাজার বৃক্ষরোপণ করা হয় | ভূমিক্ষয় রোধে বৃক্ষরোপণ করা হয় যুগ্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক দের সংগঠনের পক্ষ থেকে | বর্তমান জনসংখ্যার তুলনায় পৃথিবীতে অরন্যের সংখ্যা অনেক কম, তাই দিনে দিনে বিশ্ব উষ্ণায়ন অনেক বেড়ে যাচ্ছে। আর এই বিপর্যয় থেকে একমাত্র মুক্তি দিতে পারে অরণ্য , তাই আজকে দিনে অরণ্য সপ্তাহ কে মাথায় রেখেই বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ,বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী, যুগ্ম আধিকারিক আবুল কালাম আজাদ সহ বিশিষ্টজনেরা | এর পাশাপাশি নদী বাঁধগুলো সরজমিনে একবার খতিয়ে দেখলেন তারা |

Related Video