পুরনো দিনের গান গেয়ে এবার ভাইরাল সাইকেল মিস্ত্রী শেখ শামসুদ্দিন

কাজের ফাঁকে অবসর সময়ে সাইকেল দোকানে বসেই পুরনো দিনের গান গায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শেখ শামসুদ্দিনে , পুরোনো দিনের গানে শুনে ভীষণ খুশি হয় সাইকেল সারাতে আসা খদ্দেরেরা 
 

/ Updated: Jul 19 2022, 05:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল দুর্বার নেশা ছিল শেখ শামসুদ্দিনের | পরিবারের অর্থ না থাকায় গান শেখা হয়নি কোনদিনই | সংসারের হাল ধরতে একটি সাইকেল দোকান খুলেছে শেখ শামসুদ্দিন | কাজের ফাঁকে অবসর সময়ে সাইকেল দোকানে বসেই পুরনো দিনের গান গায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শেখ শামসুদ্দিনে | পুরোনো দিনের গানে শুনে ভীষণ খুশি হয় সাইকেল সারাতে আসা খদ্দেরেরা