Dilip Ghosh : উটের কুঁজ শুকিয়ে গেলে উট মরে যায়, ঝগড়া ঝাঁটি মিটে গেলে তৃণমূল খতম - দিলীপ ঘোষ
ফের 'বিস্ফোরক' দিলীপ ঘোষ। ফের কোটি কোটি টাকা উদ্ধার, ইতিমধ্যেই এই ইস্যুতে সরব বিজেপি। মুখ খুললেন দিলীপ ঘোষ। এদিন হাওড়ার শিবপুর থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'মনটা গরীব। কিন্তু টাকা আছে। কিছু কিছু লোকের কাছে রাখা আছে। দিদি জানতেন না। আগে বলতেন টাকা নেই, টাকা নেই। খুব গরীব। আসলে ঠিক জায়গায় ঠিক টাকা নেই।' বিজয়া সম্মেলনী নিয়ে বাবুল বনাম সুদর্শনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'ওদের ওপর থেকে নিচ পর্যন্ত এই চলছে। এটাই ওদের পার্টি। উটের কুঁজ শুকিয়ে গেলে উট মরে যায়। ঝগড়া ঝাঁটি মিটে গেলে তৃণমূল খতম।
কংগ্রেস সভাপতি নির্বাচন প্রসঙ্গে বলেন, চিনেও ভোট হয়। একজনই দাঁড়ায়। সেই ভোট পায়। তাকেই সবাইকে ভোট দিতে হয়। সেই জেতে। জানি না এর ব্যতিক্রম হবে কিনা।' পাশাপাশি, 'জ্যোতিপ্রিয় বলেছেন রাম ভিতুর দল', প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাম ভক্তের দল। ভিতু তো ওরা। দীপাবলির পর গভীর ষড়যন্ত্র, দাবি মদন মিত্রের। উনি জ্যোতিষ চর্চা করছেন বোধহয়। কিসের ষড়যন্ত্র ? ওদের পার্টির মধ্যে এতোরকম ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে, আর বাইরের ষড়যন্ত্র দরকার নেই।'