দিলীপ ঘোষের সিবিআই সেটিং তত্ত্ব উড়িয়ে দিয়ে, সিবিআই তদন্তে খুশি বিজেপির শহিদ পরিবার
দিলীপ ঘোষের সিবিআই সেটিং তত্ত্ব উড়িয়ে দিলেন জগদ্দল থানার শ্যামনগরের বিজেপির শহিদ পরিবারের সদস্যরা ও বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র
২০২১ সালে ২রা মে শাসক দলের কর্মীদের হাতে খুন হয়েছিলেন শোভারানী মন্ডল | জগদ্দল থানার শ্যামনগরের বাসিন্দা ছিলেন শোভারানী মন্ডল | সেই ঘটনার তদন্ত ভার নেয় সিবিআই | ইতিমধ্যে নয় জনকে গ্রেফতারের পাশাপাশি বাকীদের খোজে তল্লাশি চালাচ্ছে সিবিআই | মৃত শোভারানি মন্ডলের পুত্রবধু সুমিত্রা মন্ডল জানান তারা খুশি সিবিআই তদন্তে | এর পাশাপাশি বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র আস্থা রেখেছেন সিবিআই তদন্তের উপর | সিবিআই সেটিং তত্ত্ব দিলিপ ঘোষের ব্যক্তিগত মতামত বলে জানান ফাল্গুনী পাত্র