জয়রামবাটি মাতৃমন্দিরে প্রণাম করে দুর্নীতিগ্রস্থ নেতাদের শাস্তির প্রার্থনা, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র
কৌষিকী অমাবশ্যায় বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে প্রণাম করে দুর্নীতি গ্রস্থ নেতাদের সাজা প্রার্থনা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে এলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ | সেখানে মা সারদাকে ভক্তিভরে প্রণাম করেন | এরপর সেখানেই দুপুরের প্রসাদ গ্রহণ করেন তিনি | সৌমিত্র খাঁ বললেন 'বাংলার মানুষকে ভালো রাখার আবেদন জানালাম' | এরপর তিনি বলেন তিনি দুর্নীতি গ্রস্থ নেতাদের সাজা প্রার্থনা করেছেন মায়ের কাছে | এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক মুখার্জি কটাক্ষ করেন সৌমিত্র কে | তিনি বললেন 'সৌমিত্র বহু লোকের টাকা আত্মসাৎ করেছে, বহু লোককে ঠকিয়েছে'