৩৭০ ধারা নিয়ে মমতাকে জবাব, ফের বাংলায় এনআরসি সওয়াল দিলীপের, দেখুন ভিডিও

  • ৩৭০ ধারা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের
  • বাংলায় এনআরসি চালু করার পক্ষে ফের সওয়াল বিজেপি রাজ্য সভাপতির
  • বাংলা সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে, অভিযোগ খড়্গপুরের সাংসদের
     

Share this Video


কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মু 'সার্জিকাল স্ট্রাইক নিয়েও ওরা কোনও মন্তব্য করতে পারেনি। এরকম স্ট্রাইক হতেই থাকবে, আর এর পর এই ধরনের মন্তব্য করাই বন্ধ হয়ে যাবে।' 

এর পাশাপাশি দিলীপবাবু বলেন, অন্যান্য রাজ্যের আগে পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা উচিত। তাঁর অভিযোগ,পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি অনুপ্রবেশকারী রয়েছেন এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলেও অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন দিলীপবাবু। প্রায় পাঁচশো মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। 

Related Video