'মা দুর্গার চরণ তলে দাঁত বের করা সিংহ-ই থাকে' 'অশোক স্তম্ভ বিতর্কে'মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

গুরু পূর্ণিমার তিথিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখানে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি 'অশোক স্তম্ভ' বিতর্কে মুখ খুললেন। তিনি বলেন, মা দুর্গার চরণ তলে দাঁত বের করা সিংহ-ই থাকে। 'মা কালি বিতর্কে, দৃষ্টি ঘোরানোর জন্যই এই কাজ বিরোধীদের'। 'উদ্ভব ঠাকরেও দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছেন'। 'আমি বলব মমতা ব্যানার্জিও দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করুণ'।

Share this Video

গুরু পূর্ণিমার তিথিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখানে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি 'অশোক স্তম্ভ' বিতর্কে মুখ খুললেন। তিনি বলেন, মা দুর্গার চরণ তলে দাঁত বের করা সিংহ-ই থাকে। 'মা কালি বিতর্কে, দৃষ্টি ঘোরানোর জন্যই এই কাজ বিরোধীদের'। 'উদ্ভব ঠাকরেও দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছেন'। 'আমি বলব মমতা ব্যানার্জিও দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করুণ'।

Related Video