'খেলা যদি খেলতে হয় পুলিশ সরিয়ে খেলা হবে' - হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতির

মধ্যমগ্রাম দোলতলা থেকে সুবিশাল বাইক সমাবেশ বিজেপির, নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এরপর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেন

/ Updated: Aug 16 2022, 02:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মধ্যমগ্রাম দোলতলা থেকে সুবিশাল বাইক সমাবেশ বিজেপির | নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি | সুকান্ত মজুমদার বললেন 'শুধুমাত্র পুলিশের জোরে টিকে আছে এই সরকার' 'পুলিশ যদি না থাকতো মানুষ তাদেরকে থুতু দিত, জুতো ছুড়ে মারতো' | তিনি আরও বলেন যে তিনি রাজ্যপাল কে খেলা হবে নিয়ে জানিয়েছেন | রাজ্যপালকে আরও জানান যে খেলা যদি খেলতে হয় পুলিশ সরিয়ে খেলা হবে |