Akhil Giri : 'ভাঙা ঢেঁকির আওয়াজ বেশি শুভেন্দুর'- মন্তব্য মন্ত্রী অখিল গিরির

 পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার লোক থাকবেনা বিজেপির ও 'ভাঙা ঢেঁকির আওয়াজ বেশি শুভেন্দুর, বিজেপি বেশি আওয়াজ মারছে ', পূর্ব মেদিনীপুরে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এই ভাবেই কটাক্ষ করলেন বিজেপিকে 

Share this Video

পূর্ব মেদিনীপুরে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আসেন মন্ত্রী অখিল গিরি | সেখানে এসে সাংবাদিক দের মুখোমুখি হয়ে বিজেপিকে কটাক্ষ করলেন | তিনি বললেন 'ভাঙা ঢেঁকির আওয়াজ বেশি শুভেন্দুর, বিজেপি বেশি আওয়াজ মারছে ' | এর পাশাপাশি বললেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার লোক থাকবেনা বিজেপির | কেষ্ট প্রসঙ্গে তিনি জানান কোর্টের নির্দেশে তদন্ত চলছে, যদি কেউ দোষী সাবস্ত হয় তাহলে শাস্তি পাবে । তাছাড়াও সৌমেন্দু অধিকারী কে নিয়েও নিজের মতামত জানান |

Related Video