'ছেলে ঘুমাল পাড়া জুড়াল, গব্বর এসেছে দেশে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নইলে তোর জীবন যাবে শেষে' বললেন মুখ্যমন্ত্রী

'ছেলে ঘুমাল পাড়া জুড়াল, গব্বর এসেছে দেশে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নইলে তোর জীবন যাবে শেষে' টিটাগড়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টিটাগড়ে ওয়াগনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি বলেন, ‘বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে ভুল হতেই পারে। ভুল করার অধিকারের কথা নেতাজিও বলেছিলেন। ভুল আইনত প্রমাণিত হলে শাস্তি হবে।’ তাঁর দাবি, সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় সংস্থাকে এ ভাবে বাংলায় পাঠানো হচ্ছে। ‘আমার এ সব প্ল্যানিং জানা আছে।’

Share this Video

'ছেলে ঘুমাল পাড়া জুড়াল, গব্বর এসেছে দেশে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নইলে তোর জীবন যাবে শেষে' টিটাগড়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টিটাগড়ে ওয়াগনের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি বলেন, ‘বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে ভুল হতেই পারে। ভুল করার অধিকারের কথা নেতাজিও বলেছিলেন। ভুল আইনত প্রমাণিত হলে শাস্তি হবে।’ তাঁর দাবি, সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় সংস্থাকে এ ভাবে বাংলায় পাঠানো হচ্ছে। ‘আমার এ সব প্ল্যানিং জানা আছে।’

Related Video