BSF Jawans : BSF জওয়ানদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, পটল ক্ষেতে নিয়ে গিয়ে ওই বধূকে গণধর্ষণ করা হয়

শিশুকন্যার সামনেই বধূকে গণধর্ষণ! BSF জওয়ানদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। জিতপুর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল নিগৃহীতার পরিবার। সেই সময় দুই BSF জওয়ান তাদের ধরে, অভিযোগ এরপর পটল ক্ষেতে নিয়ে গিয়ে ওই বধূকে গণধর্ষণ করা হয়। অভিযোগকারিণী বসিরহাটের বাসিন্দা। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতরা হল ৬৮ নম্বর ব্যাটালিয়নের BSF-এর ASI এস পি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেন। নিগৃহীতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে উত্তেজনা না ছড়ায়, সে দিকে কড়া নজর প্রশাসনের। 

Share this Video

শিশুকন্যার সামনেই বধূকে গণধর্ষণ! BSF জওয়ানদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। জিতপুর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল নিগৃহীতার পরিবার। সেই সময় দুই BSF জওয়ান তাদের ধরে, অভিযোগ এরপর পটল ক্ষেতে নিয়ে গিয়ে ওই বধূকে গণধর্ষণ করা হয়। অভিযোগকারিণী বসিরহাটের বাসিন্দা। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে দুই জওয়ানকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতরা হল ৬৮ নম্বর ব্যাটালিয়নের BSF-এর ASI এস পি চেরো এবং কনস্টেবল আলতাফ হোসেন। নিগৃহীতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে উত্তেজনা না ছড়ায়, সে দিকে কড়া নজর প্রশাসনের। 

Related Video