বিষধর সাপ ধরতে সিদ্ধহস্ত দুই 'মানিকজোড়', ঝুঁকির পেশায় ছুটে চলেছেন বালুরঘাটের কুন্তল-সঞ্জয়

ফোন বেজে উঠলেই ছুটে যান ওরা। ওরা মানে কুন্তল মালাকার ও সঞ্জয় সূত্রধর। ঝুঁকির পেশায় এক প্রান্ত থেকে আরও এক প্রান্তে ছুটে চলেন এরা। এদের কাজ বিষধর সাপ ও প্রাণীদের উদ্ধার করে জঙ্গলে ছাড়া। বালুরঘাট পৌরসভার ডেলি ওয়ার্ক বেসিসে কাজ করেন এরা। দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানা এলাকায় কাজ করেন এরা। গন্ধগোকুল থেকে বিষধর সাপ উদ্ধারে সদা ব্যস্ত এই দুই 'মানিকজোড়'। 

Share this Video

ফোন বেজে উঠলেই ছুটে যান ওরা। ওরা মানে কুন্তল মালাকার ও সঞ্জয় সূত্রধর। ঝুঁকির পেশায় এক প্রান্ত থেকে আরও এক প্রান্তে ছুটে চলেন এরা। এদের কাজ বিষধর সাপ ও প্রাণীদের উদ্ধার করে জঙ্গলে ছাড়া। বালুরঘাট পৌরসভার ডেলি ওয়ার্ক বেসিসে কাজ করেন এরা। দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানা এলাকায় কাজ করেন এরা। গন্ধগোকুল থেকে বিষধর সাপ উদ্ধারে সদা ব্যস্ত এই দুই 'মানিকজোড়'। 

Related Video