'মুখ্যমন্ত্রী দান খয়রাতি করছেন শুধু ভোট কেনার জন্য ' - বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
এবারের পুজোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূজো কমিটি গুলোকে মোট ২৯৮ কোটি টাকা অনুদান দিচ্ছেন, তাই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, সেই প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ
মুখ্যমন্ত্রী পূজো কমিটি গুলোকে মোট ২৯৮ কোটি টাকা অনুদান দিচ্ছেন | তাই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে | এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন | তিনি বললেন 'যেখানে একটা পুজো কমিটি ও টাকা চায়নি সেখানে এই অনুদান কেন ?' | 'সাধারণ মানুষের ট্যাক্সের টাকা উন্নয়নে লাগতো , স্কুল কলেজ বিল্ডিং তৈরিতে লাগতো ' - দিলীপ | 'মুখ্যমন্ত্রী দান খয়রাতি করছেন শুধু ভোট কেনার জন্য ' - দিলীপ | এছাড়াও বললেন ' পুজো কমিটির প্যান্ডেলে নিজের ছবি ছাপানোর জন্য উনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ব্যবহার করছেন '
Read more Articles on