'চোর ধরো জেল ভরো'- বামপন্থী শ্রমিক কর্মচারী সংগঠনএর স্লোগান
এসএসসি দুর্নীতির এবং বিশাল কেলেংকারী বিরুদ্ধে সরব বামপন্থী শ্রমিক কর্মচারী সংগঠন | এদিন তারা দিদি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর ও চোর ধরো জেল ভরো এই স্লোগান কে সামনে রেখে মিছিল করল|
এসএসসি দুর্নীতির এবং বিশাল কেলেংকারী বিরুদ্ধে সরব বামপন্থী শ্রমিক কর্মচারী সংগঠন | এদিন তারা দিদি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর ও চোর ধরো জেল ভরো এই স্লোগান কে সামনে রেখে মিছিল করল | এদিন ফোরামের আহ্বায়ক রতন ভট্টাচার্য ও ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিতাভ ভট্টাচার্যের নেতৃত্বে বামপন্থী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ দেখায় | তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র পদত্যাগ ও গ্রেফতারির দাবি জানায় | রতন ভট্টাচার্য অভিযোগ করেন যে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী সবাই দুর্নীতিগ্রস্ত | অমিতাভ ভট্টাচার্য অভিযোগ করেন এটা শুধু দুর্নীতি নেয়, এটা সাধারণের মানুষের গুচ্ছ টাকা লুট করা হয়েছে। তার মিছিল করে কলকাতা পৌর সংস্থার সমস্ত বিভাগের পরিক্রমা করে |