Durga Puja 2022 : UNESCO-র প্রতিনিধিদের হাতে দুর্গা মূর্তি তুলে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে UNESCO ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা কলকাতার রাজপথে। নাচে-গানে তুলে ধরা হল বাংলার সংস্কৃতি, পদযাত্রার শেষে নাচের অনুষ্ঠান। একাধিক সংবর্ধনায় ভূষিত করা হল UNESCO-র প্রতিনিধিদের। এদিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরাও সম্বর্ধনা জানান UNESCO-র  প্রতিনিধিদের। এদিন মুখ্যমন্ত্রী একটি দুর্গা মূর্তি তুলে দিলেন UNESCO-র প্রতিনিধিদের হাতে সঙ্গে দিলেন কবিগুরু'র লেখা বই।

/ Updated: Sep 01 2022, 07:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে UNESCO ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা কলকাতার রাজপথে। নাচে-গানে তুলে ধরা হল বাংলার সংস্কৃতি, পদযাত্রার শেষে নাচের অনুষ্ঠান। একাধিক সংবর্ধনায় ভূষিত করা হল UNESCO-র প্রতিনিধিদের। এদিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরাও সম্বর্ধনা জানান UNESCO-র  প্রতিনিধিদের। এদিন মুখ্যমন্ত্রী একটি দুর্গা মূর্তি তুলে দিলেন UNESCO-র প্রতিনিধিদের হাতে সঙ্গে দিলেন কবিগুরু'র লেখা বই।

Read more Articles on