অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার না মেলায় ক্ষুব্ধ উপভোক্তারা

  • রাজ্যে আইসিডিএসে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী 
  • করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেন তিনি
  • উপভোক্তাদের বাড়িতে চাল-আলু পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি
  • দু'মাস সেই খাবার মিললেও তারপর থেকে আর মিলছে না খাবার

 

Share this Video

রাজ্যে আইসিডিএসে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেন তিনি। ছুটির পরেই উপভোক্তাদের জন্য বিশেষ ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। উপভোক্তাদের বাড়িতে চাল-আলু পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। দু'মাস সেই খাবার মিললেও তারপর থেকে আর মিলছে না খাবার। এমনই ছবি দেখা গেল আসানসোলের সালানপুর ব্লকে। এখন এমনকি শুকনো খাবারও মিলছে না বলে তাঁদের অভিযোগ। এমনটাই অভিযোগ করলেন সেখানকার উপভোক্তা এক শিশুর মা। খাবার না মেলায় ক্ষুব্ধ সেখানকার বহু উপভোক্তা।

Related Video