Malda double murder: মালদহে যুবক-­­­­যুবতীর মৃতদেহ উদ্ধার

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে। মৃত যুবকের নাম রনি দাস (২২)।
 

Share this Video

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে। মৃত যুবকের নাম রনি দাস (২২)। যুবক ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লীর বাসিন্দা। যুবতীর নাম শাম্বিকা রায় (১৮)। তিনি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা। এদিন সকালে প্রাতঃভ্রমণ করার সময় জোড়া মৃতদেহ নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। মৃতদেহে আঘাত ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ দুটির পাশেই পড়েছিল ওই যুবকের বাইক। যুবকের পরিবারের অনুমান, খুন করা হয়েছে দু'জনকে। মৃত যুবক স্থানীয় আইটিআই কলেজে পাঠরত ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার থেকেই নিখোঁজ ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে করেছে পুলিশ।

Related Video