'চোর ধরো জেল ভরো', এসএসসি নিয়োগ দুর্নীতিতে বাম মহিলা সংগঠনের মশাল মিছিল

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাম গণতান্ত্রিক মহিলা সংগঠনের মিছিল। বারাসতে এই মিছিল বের করে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেন্স অ্যাসোসিয়েশন। মহিলা সংগঠনের অভিযোগ ১১ বছর ধরে এসএসসি-তে চাকরি হয়নি। এমনকী তাঁদের অভিযোগ, আসল উত্তীর্ণদের জায়গা নকল উত্তীর্ণরা নিয়োগপত্র পায়। এই ঘটনায় যারা দোষী এবং অভিযুক্ত তাঁদের জেলে পুরতে হবে বলে দাবি করা হয়।  

/ Updated: May 23 2022, 10:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চোর ধরে জেল ভরো- এই স্লোগান তুলে এসএসসি দুর্নীতিকাণ্ডে সরব হল বামদের মহিলা সংগঠন এআইডিডবলুএ। রীতিমতো মশাল হাতে করে বারাসতে মিছিল করে সংগঠনের সদস্যরা। । মহিলা সংগঠনের অভিযোগ ১১ বছর ধরে এসএসসি-তে চাকরি হয়নি। এমনকী তাঁদের অভিযোগ, আসল উত্তীর্ণদের জায়গা নকল উত্তীর্ণরা নিয়োগপত্র পায়। এই ঘটনায় যারা দোষী এবং অভিযুক্ত তাঁদের জেলে পুরতে হবে বলে দাবি করা হয়। এসএসসি দুর্নীতিকাণ্ড নিয়ে এখন প্রায়ই বিরোধীদের প্রতিবাদ ও বিক্ষোভ আঁছড়ে পড়েছে কলকাতায় থেকে শুরু করে জেলায়। রাজপথে নেমে পড়েছেন প্রতিবাদীরা। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে সিবিআই লাগাতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করছে। এমনকী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে।