ঝাড়গ্রামে দলমার দামাল হাতিদের তাণ্ডব, জখম ১

শনিবার সকাল থেকে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় দলমার হাতি। খাবারের সন্ধানে অন্তত ৪০টি হাতি এলাকায় ঢুকে পড়ে। দলমা থেকে এই হাতির পাল এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। ফি বছরই হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। মূলত এই সময়ে ক্ষেতের পাকা ফসলকে লক্ষ্য করে হানা দেয় হাতির দল।

Share this Video

 শেষমেশ হুলা পার্টি দলমার হাতির পালকে ফের জঙ্গলে ফেরত পাঠায়। যদিও, হাতির দলটি জঙ্গলের খুব বেশিদূরে যায়নি। মনে করা হচ্ছে হাতির দলটি ফের লোকালয়ে ঢুকবে। এদিন হাতির পালকে তাড়াতে গিয়ে এক ব্যক্তি হাতির নাগালের মধ্যে আসে। হাতির শুড়ে আঁছাড়ও খায়ও ওই ব্যক্তি, গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। বন বিভাগ থেকে এলাকার মানুষকে হাতির দলের কাছে যেতে না করা হয়েছে। 

Related Video