Fire incident: দক্ষিণদাড়ির প্লাস্টিক প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন

শুক্রবার সকাল ১০টা নাগাদ ১৭ নম্বর দক্ষিণদাড়িতে (dakshindari) একটি প্লাস্টিক প্রিন্টিং (plastic printing factory) কারখানায় আগুন লাগে। সকালে কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। নিমেষে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। খবর দেওয়া হয় দমকলে (fire brigade)। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছয়। দমকলের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলবাহিনীর অফিসারের দাবি, কারখানার (factory) মধ্যে কোনো রকম অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। ঘিঞ্জি জায়গা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও দমকলের দাবি। তবে এলাকাবাসীদের দাবি বেআইনি (illegal) ভাবেই বহুতলের মাঝে এই ধরনের কারখানা চালানো হচ্ছিল। বহুবার স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটরকে এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছে বলেও দাবি স্থানীয়দের। কী ভাবে আগুন সাগে তা তদন্ত করে দেখছে লেক টাউন থানার পুলিশ (laketown police)। এই ঘটনায় হাতাহতের এখনও কোনও খবর মেলেনি।

Share this Video

শুক্রবার সকাল ১০টা নাগাদ ১৭ নম্বর দক্ষিণদাড়িতে (dakshindari) একটি প্লাস্টিক প্রিন্টিং (plastic printing factory) কারখানায় আগুন লাগে। সকালে কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। নিমেষে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। খবর দেওয়া হয় দমকলে (fire brigade)। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছয়। দমকলের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলবাহিনীর অফিসারের দাবি, কারখানার (factory) মধ্যে কোনো রকম অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। ঘিঞ্জি জায়গা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও দমকলের দাবি। তবে এলাকাবাসীদের দাবি বেআইনি (illegal) ভাবেই বহুতলের মাঝে এই ধরনের কারখানা চালানো হচ্ছিল। বহুবার স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটরকে এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছে বলেও দাবি স্থানীয়দের। কী ভাবে আগুন সাগে তা তদন্ত করে দেখছে লেক টাউন থানার পুলিশ (laketown police)। এই ঘটনায় হাতাহতের এখনও কোনও খবর মেলেনি।

Related Video