দুর্গাপুজোর আয়জকদের দিলীপের আবেদন ' এই পাপের টাকা নেবেন না'
তৃণমূল বলছে বিজেপি দুর্গাপুজো বিরোধী, তাই মুখ্যমন্ত্রীর অনুদানের বিরোধীতা করছে, নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে সেই প্রসঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তার মতামত দেন
তৃণমূল বলছে বিজেপি দুর্গাপুজো বিরোধী, তাই মুখ্যমন্ত্রীর অনুদানের বিরোধীতা করছে | সেই প্রসঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তার মতামত দেন | দিলীপ জানান 'পাবলিক মামলা করছে, কারণ তাদের টাকা নয়ছয় হচ্ছে' | তিনি আরও জানান ' আগে যখন তৃণমূল ছিলনা তখন কি দুর্গাপুজো হয়নি' | 'তৃণমূল সবাইকে কিনে নিতে চাইছে ' - দিলীপ | এরপর তিনি আবেদন করেন দুর্গাপুজোর আয়জকদের, তারা যেন এই পাপের টাকা না নেয় | 'নীল সাদা সাম্রাজ্যবাদ বাংলার সংস্কৃতিকে ঢেকে দেবে' বলেও তিনি কটাক্ষ করেন
Read more Articles on