Dilip Ghosh: বিজেপির প্রতিবাদ সভায় রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ

পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির। শুক্রবার জয়পুরে আয়োজিত হয় মিছিল এবং জনসভা। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজনরা।

Share this Video

পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির। শুক্রবার জয়পুরে আয়োজিত হয় মিছিল এবং জনসভা। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজনরা। সেখানকারই মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ। এদিন তিনি বলেন, সোনামুখীতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় মাঝপথে পাত্রসায়েরে আমাদের আটকাবার জন্য লুঙ্গি পরে লাঠিসেটা লোকজন দাঁড়িয়েছিল। সেদিন কোন পুলিশ, এসপি ডিএসপিকে খুঁজে পাওয়া গেল না। সোনামুখীতে বিজেপিকে আটকানোর জন্য সব পুলিশ রেডি ছিল, আর গুন্ডা ডাকাতদের আটকাবার জন্য কোন পুলিশ নেই।' লাগাম ছাড়া পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে পুরুলিয়া জেলা বিজেপির উদ্যোগে জয়পুরে আয়োজিত হয় মিছিল এবং জনসভা। উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিজেপি থেকে নির্বাচিত বিধায়করা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্লামেন্টে বিরোধীদের সংবিধান দিবস বয়কট নিয়ে দিলীপ ঘোষ জানান, যারা সংবিধানের গুরুত্ব বোঝেনা যারা সংবিধান কে সম্মান করে না তারাই বয়কট করেছে।' 

Related Video