'ভুয়ো কমিটি তৈরি করে ভুয়ো নিয়োগ'- মমতাকে একাধিক ইস্যুতে দুষলেন দিলীপ ঘোষ

মমতাকে বাংলা একাডেমির সম্মান প্রদান নিয়ে ফের খোঁচা দিলীপের। 'সবই তো হল, এবার নোবেলটা পাওয়াই বাকি থেকে গেল'- দিলীপ। 'একজনকে মাথায় রেখেই সব স্বীকৃতি, সবই তো মমতা বন্দ্য়োপাধ্যায়'। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দিলীপের। 'এখন তো সব সামনে আসছে, লোকে কেস করছে বলেই সত্যটা বেরোচ্ছে', সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন দিলীপ ঘোষ। অর্জুন সিং বিতর্কেও মুখ খুলেছেন দিলীপ, জানিয়েছেন 'সময়ই সব বলে দেবে'।
'রাজনীতিকরা আসলে সময় মেনে কথা বলেন'- অর্জুনকে কটাক্ষ করে জবাব দিলীপের । 
 

/ Updated: May 14 2022, 04:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্কুল সার্ভিস দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, যারা প্যানেলে থেকও চাকরি পায়নি, আজ তাঁরাই মামলা করেছে এবং সেই মামলার ভিত্তিতে সবকিছু সামনে আসছে। সুতরাং, বোঝাই যাচ্ছে কীভাবে ভুয়ো কমিটি বানিয়ে নিয়োগ করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির দায় সরকার এত সহজে এড়িয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে শনিবার ফের একবার বাংলা একাডেমির পুরস্কার বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, যা দেখা যাচ্ছে তাতে সব সম্মানই একজনকে লক্ষ্য করে। আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব সম্মানই মোটামুটি পাওয়া হয়ে গিয়েছে এবার নোবেলটা পাওয়াটাই বাকি থাকল। ওটা পেলে আর দেখতে হবে না বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। এদিকে, দলের বিদ্রোহী সাংসদ অর্জুন সিং-কে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, রাজনীতিকরা সব সময়ই সময়ের উপরে ছেড়ে দিয়ে এমন-ওমন কথা বলেন। তাই সময় এলেই বোঝা যাবে ওনি কি করছেন। 
 

Read more Articles on