'এদিকে মানুষ খুন হচ্ছে, অন্যদিকে মস্তি চলছে', পুজো কার্নিভালকে কটাক্ষ দিলীপের, দেখুন ভিডিও

  • পুজো কার্নিভালকে কটাক্ষ দিলীপ ঘোষের
  • মুর্শিদাবাদ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির
     

Share this Video

মুর্শিদাবাদে স্কুল শিক্ষক- সহ একই পরিবারের তিন জনকে নৃশংস হত্যার ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার দিকেই আঙুল তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে পুজোর কার্নিভাল নিয়েও রাজ্য সরকারকে খোঁচা দিয়েছেন দিলীপবাবু। নদিয়ার বনগ্রামে দলীয় একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন,'এদিকে মানুষ খুন হচ্ছে, ওদিকে মস্তি, আনন্দ, মেলা হচ্ছে। আনন্দ হলে খারাপ কিছু না, কিন্তু মানুষের মনের মধ্যে যদি মৃত্যু ভয় থাকে, তাহলে সেই আনন্দের মানে কী? কার্নিভালের খরচ বাড়ছে। পুজো কমিটিগুলিকে দশ হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা ঘুষ দেওয়া হচ্ছে যাতে দিদিমণিকে উদ্বোধনের জন্য ডাকা হয়। তাই বলে সাধারণ মানুষ পুজোতে আনন্দ করতে পারবে না, ভয়ের পরিবেশে বেঁচে থাকবে, আইনশৃঙ্খলা বলে কিছু থাকবে না? এটা চলতে পারে না, এই রাজত্ব আমরা চাই না।'

মুর্শিদাবাদের নিহত স্কুল শিক্ষককে নিজেদের দলের কর্মী বলেই দাবি করেন দিলীপবাবু। তাঁর দাবি এ নিয়ে রাজ্যে তাঁদের ৮৫জন কর্মী খুন হলেন। দিলীপবাবু আরও বলেন, 'গোটা প্রশাসন গুন্ডা, বদমাশদের হাতে চলে গিয়েছে। দল, সরকার, কারও উপরে কোনও নিয়ন্ত্রণ নেই। তাই সাধারণ মানুষ মারা যাচ্ছেন। শুধু মুর্শিদাবাদ কেন, কোনও জায়গাতেই কেউ খুন হলে অপরাধীরা ধরা পড়ে না। এই প্রশাসনের কোনও যোগ্যতাই নেই। এই সরকার যত দিন থাকবে, এরকমই চলবে।'

Related Video