রাজ্যের পাশাপাশি বাংলারও উন্নয়ন হবে, সাগরদ্বীপের চা চক্রে প্রতিশ্রুতি দিলীপের

  • বৃহস্পতিবার সাগরদ্বীপের চা চক্রে দিলীপ ঘোষ
  • সেখানেই গিয়েই এক গুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তিনি
  • কাটমানির কথাও উঠে এল তাঁর কথায়
  • বললেন অন্যান্য রাজ্যের মতই বাংলারও উন্নয়ন হবে
     

Share this Video

বৃহস্পতিবার সাগরদ্বীপের চা চক্রে দেখা গেল বিজেপির রাজ্য সভআপতি দিলীপ ঘোষকে। সেখানেই গিয়েই এক গুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তিনি। কাটমানির কথাও উঠে এল তাঁর কথায়। তবে অন্যান্য রাজ্যের মতই বাংলারও উন্নয়ন হবে বলেই প্রতিশ্রুতি দিলেন তিনি। দেশে বিজেপি সরকার আছে, রাজ্যেও আসবে বিজেপি সরকার, এমন কথাও বলতে শোনা গেল তাঁকে। বিজেপি কর্মীদের হত্যার কথাও তুলে ধরলেন তিনি। বললেন এর প্রতিবাদ আমরা করব। 'আমাদের একের পর এক কর্মী খুন হয়ে যাচ্ছে, আমরা ছেড়ে কথা বলব না' এই কথাই বলতে শোনা গেল তাঁকে। পাশাপাশি তিনি জানালেন, আমরা চাইছি দেশের পরিবর্তন।

Related Video