টিএমসি-র লোকেরা দলে দলে বিজেপি-তে যোগ দিচ্ছেন, মমতাকে আবার তোপ দিলীপের

  • নদিয়ার রানাঘাটের একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, একে একে টিএমসি-র লোকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন।
  • তিনি বলেন, তৃণমূলে অনেক ভাল লোক ছিলেন।
  • তাঁরা কোনও বিকল্প পাচ্ছিলেন না। 

swaralipi dasgupta | Updated : Jun 06 2019, 06:28 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নদিয়ার রানাঘাটের একটি সভায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, একে একে টিএমসি-র লোকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, তৃণমূলে অনেক ভাল লোক ছিলেন। তাঁরা কোনও বিকল্প পাচ্ছিলেন না। তাঁরা অপরাধবোধ ও গ্লানিতে ভুগছিলেন। এবার তাঁরা বিকল্প খুঁজে পেয়েছেন। বিজেপিতে আসছেন। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরচুর হো যায়েগা মন্তব্য নিয়েও কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন কে চুরচুর হচ্ছে তা তো দেখাই যাচ্ছে। দলে দলে লোক এসে যোগ দিচ্ছেন। তবে কে বা কারা যোগ দিতে পারেন সে ব্যাপারে কিছু বলেননি দিলীপ ঘোষ। 

এদিন জয় শ্রীরাম প্রসঙ্গেও জিজ্ঞাসা করা বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, জয় শ্রীরামের কোনও বিকল্প হয়না। কেউ জয় হিন্দ বলুক তাতে আমাদের আপত্তি নেই। জয় শ্রীরাম সাধারণ মানুষ বলছে। যাঁরা জয় শ্রীরাম বলছেন, তাঁরা সবাই বিজেপি নন, এটা সাধারণ মানুষের উচ্ছাস। 

Related Video