'আদর্শ মেনে চলা দের কেই দলে রাখা হবে'- দিলীপ ঘোষ

জলপাইগুড়িতে গেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ |জলপাইগুড়ি মোহিত নগর ঝাঁ বাড়ি মোড় এলাকায় প্রাতঃভ্রমণে যান তিনি | সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন ত্রিপুরায় বিজেপি জিতবে ওখানকার মানুষ বিজেপিকে চাইছে| 

/ Updated: Jun 23 2022, 04:21 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জলপাইগুড়িতে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ি মোহিত নগর ঝাঁ বাড়ি মোড় এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন ত্রিপুরায় বিজেপি জিতবে ওখানকার মানুষ বিজেপিকে চাইছে। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছেন জেলা সম্পাদক বাপি গোস্বমি সহ দলের কর্মীদের সঙ্গে। *আসন্ন পঞ্চায়েত ভোট দলবদল প্রসঙ্গে তিনি জানান দলবদল চলবেই পশ্চিমবাংলা রাজনীতি এমনই।  গত পঞ্চায়েত ভোটে ভালো-মন্দ দলে বহু মানুষ এসেছিল । এবার বেছে নেওয়া হবে, যারা পার্টির আদর্শ মেনে চলবে এবং কাজ করবে ভালোবাসবে যারা পার্টির আদর্শ মেনে চলবে এবং কাজ করবে  তাদেরই দলে রাখা হবে।