বাগদায় জ্বালানি বোঝাই ঘরে বিধ্বংসী আগুন, নিজে হাতে আগুন নেভালেন ওসি

উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের বাসিন্দা দেবাশীষ বিশ্বাসের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় একটি জ্বালানি বোঝাই ঘরে আগুণ লেগে যায়।
 

Share this Video

উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের বাসিন্দা দেবাশীষ বিশ্বাসের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় একটি জ্বালানি বোঝাই ঘরে আগুণ লেগে যায়। হঠাৎই সেই ঘর থেকে ধোঁয়া বেড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপরেই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাগদা থানার ওসি সহ পুলিশ কর্মীরা। সেখানে দমকলের জন্য অপেক্ষা না করেই আগুন নেভানোর কাজ হাত লাগান খোদ ওসি। তাঁর সঙ্গে ছিলেন আরও পুলিশকর্মীরা সহ স্থানীয় বাসিন্দারাও। প্রায় ৪০ মিনিটের প্রচেস্টায় জল দিয়ে নেভানো হয় আগুন। কীভাবে আগুন লাগে তা অবশ্য জানা যায়নি। 

Related Video