প্রাক্তন কাউন্সিলরের স্বামীর দাদাগিরি, যুবতীকে মারধর, অভিযোগ থানায়

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামী অচিন্ত্য চক্রবর্তী মদ্যপ অবস্থায়  যুবক যুবতীদের সঙ্গে বচসা করে ও মারধর করে, ঘটনায় শনিবার রাতে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে | 

/ Updated: Aug 21 2022, 12:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একটি বেসরকারি সংস্থার কয়েকজন কর্মী হাবড়ার প্রফুল্লনগর হোস্টেল মাঠে  বিশ্রাম করছিল | সে সময় প্রাক্তন কাউন্সিলরের স্বামী অচিন্ত্য চক্রবর্তী ওখান থেকে যাচ্ছিল | ওই সময় যুবক যুবতীদের সঙ্গে বচসা বাঁধে অচিন্ত্য চক্রবর্তীর | এক যুবতীর নাকে ও মুখে ঘুসি মারে অচিন্ত্য বলে অভিযোগ | হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় | বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে  | এই ঘটনার তদন্ত হবে, আর অপরাধী শাস্তি পাবে বলে জানান হাবরা তৃণমূল সভাপতি |